Author Topic: নতুন ফিচার আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ  (Read 1423 times)

sabuj

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 42
    • View Profile

নতুন ফিচার আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ


কয়েকটি নতুন ফিচার আনতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এর অন্যতম হলো ‘এনিমেটেড স্টিকার প্যাক’। অ্যানড্রয়েড অ্যাপেই শুধু নয়, আইওএস অ্যাপেও পাওয়া যাবে ফিচারটি। ৩.৪ মেগাবাইট আকারের ফিচারটির নাম ‘বেবি শার্ক অ্যান্ড সার্চ’।

স্টিকার প্যাক ছাড়াও থাকবে ‘স্টিকার সার্চ’ নামের আরো এক ফিচার। এটির সাহায্যে পছন্দমতো স্টিকার বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে কোনো কোনো ব্যবহারকারীর কাছে এই স্টিকার বেছে নেওয়ার অপশন দিয়েছে হোয়াটসঅ্যাপ। এ ছাড়া ‘ইন-অ্যাপ সাপোর্ট’ ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের অফিশিয়াল সাপোর্ট টিমের সঙ্গে চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।


সূত্র : ইন্টাননেট