Author Topic: ১৮ ওয়াটের কুইক চার্জিং নিয়ে বাজারে রিয়েলম  (Read 1398 times)

sabuj

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 42
    • View Profile

১৮ ওয়াটের কুইক চার্জিং, এআই কোয়াড ক্যামেরা নিয়ে বাজারে রিয়েলমি সি১৫


স্মার্টফোন বাজারে এখন রিয়েলমির জয়জয়কার। আকর্ষণীয় দামে সেরা হার্ডওয়্যারের সঙ্গে অত্যাধুনিক ফিচারে রিয়েলমির স্মার্টফোনগুলো তরুণদের মন জয় করে নিয়েছে। আর সি সিরিজের ফোনগুলো খুব সহজেই স্মার্টফোন ফ্যানদের হাতে হাতে পৌঁছে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রিয়েলমি এবার নিয়ে এলো সি১৫-কোয়ালকম এডিশন। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১৮ ওয়াটের কুইক চার্জিং ও এআই কোয়াড ক্যামেরার এই ফোনে আর কী কী সুবিধা আছে, চলুন দেখে নেওয়া যাক।

৪৮ দিনের স্ট্যান্ডবাইসহ ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারির সঙ্গে অনন্য ডিজাইন

বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার বেড়ে গেছে অনেকটাই। প্রেজেন্টেশন তৈরি, গান শোনা, মুভি কিংবা টিভি সিরিজ দেখা, আর অনলাইন গেমিং তো আছেই। শক্তিশালী ব্যাটারি ছাড়া তো এখন স্মার্টফোন ভাবাই যায় না। আর তাই সি সিরিজের সর্বশেষ এই ফোনে আছে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা একবার সম্পূর্ণ চার্জে দিবে ১৪ ঘণ্টার বেশি, অনলাইন গেমিং বা ২৬.৮ ঘণ্টা মুভি দেখা বা প্রায় ১১৯ ঘণ্টা অডিও প্লেব্যাক অথবা প্রায় ৪৬ ঘণ্টা কল টাইম পাওয়া যাবে এই ফোনে। এছাড়া সম্পূর্ণ ব্যাটারিতে দিবে ৪৮ দিনের স্ট্যান্ডবাই।

ফোনটিতে আছে ‘অ্যাপ কুইক ফ্রিজার’; যা একটি নির্দিষ্ট সময় পর আপনার অব্যবহৃত অ্যাপগুলো বন্ধ করে ব্যাটারির সাপোর্ট বাড়াতে সাহায্য করবে। এর পাশাপাশি উন্নত স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশন এবং এআই পাওয়ার সেভিংয়ের ফলে পাওয়া যাবে চমৎকার ব্যাটারি ব্যাকআপ। সি১৫-কোয়ালকম এডিশনে আছে রিভার্স চার্জিংয়ের সুবিধাও, যার ফলে এই ফোনটিকে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে। মাইক্রো ইউএসবি ওটিজির মাধ্যমে অন্য ফোনও চার্জ দেওয়া যাবে। আর ১৮ ওয়াটের কুইক চার্জিং এর বিশাল ব্যাটারির ২৮ শতাংশ চার্জ হবে মাত্র ৩০ মিনিটেই।

রিয়েলমি সি১৫-কোয়ালকম এডিশনে ব্যবহার হয়েছে দৃষ্টিনন্দন জ্যামিতিক ডিজাইন। পেছনের ট্রাপিজোয়েড কভার এ অংশটিকে ৩টি ভাগে বিভক্ত করেছে। একেক দিক থেকে আলো পড়লে বিভিন্ন রঙের বিচ্ছুরণ হয়। ভিউ অ্যাঙ্গেল পরিবর্তিত হওয়ার সাথে সাথে প্রতিটি এলাকার রং এবং আলোও পরিবর্তিত হয়।

রাতের অসাধারণ সব ছবি তুলতে সুপার নাইটস্কেপ মোডের এআই কোয়াড ক্যামেরা

রিয়েলমি সি১৫-কোয়ালকম এডিশনে আছে এআই কোয়াড রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় এফ/২.২-এর বড় অ্যাপারচার। ৮ মেগাপিক্সেলের ১১৯-ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ক্যামেরায় দৃষ্টিসীমানার পুরোটাই পাবেন একটি ফ্রেমে। এর অনন্য সব পোর্ট্রেট তোলার জন্য আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ও রেট্রো লেন্স। এ দুটো লেন্সের সমন্বয়ে স্পেশাল ইফেক্টে চমৎকার সব ছবি তোলা যাবে। এছাড়া সি১৫-কোয়ালকম এডিশনের নাইটস্কেপ মোডে অল্প আলোতেও রাতের ছবিতে মিলবে অসাধারণ ডিটেইল।

তাছাড়া ৮ মেগাপিক্সেলের ওয়াইড ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে দুর্দান্ত সেলফি। ক্রোমাবুস্টের ব্যবহারে ছবি হবে আরো উজ্জ্বল ও রঙিন। ৩০ ফ্রেমে ১০৮০ পিক্সেলে ভিডিওর পাশাপাশি ক্যামেরায় আছে টাইম-ল্যাপ্স ও এইচডিআর সুবিধা।

শক্তিশালী প্রসেসরে গেমিং হবে আরো মজাদার

রিয়েলমি সি ১৫-কোয়ালকম এডিশনে ব্যবহার করা হয়েছে ১১ ন্যানোমিটারে স্ন্যাপড্রাগন ৪৬০ চিপসেট। অক্টা-কোর প্রসেসরের ব্যবহারে কোয়ালকমের এ চিপসেট সর্বোচ্চ ১.৮ গিগাহার্টজ গতিতে কাজ করতে পারে, ফলে কাজ ও গেমিং এ পাওয়া যাবে চমৎকার এক্সপেরিয়েন্স। ৪ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‍্যামের ব্যবহারে পারফরম্যান্স বাড়ার ব্যাটারির ওপরও চাপ কমাবে। দুটি ভ্যারিয়েন্ট এ ৬৪ গিগাবাইট এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের ব্যবহারে ২৫৬ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধাও রয়েছে।

সি সিরিজের আগের ফোনগুলো বাংলাদেশের স্মার্টফোন ফ্যানদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছিল। অত্যাধুনিক ফিচারের সংযোজনে উন্নততর হার্ডওয়্যার-সফটওয়্যার অপটিমাইজেশনে মেরিন ব্লু ও সিগাল সিলভার-এ দুই রঙে সি সিরিজের নতুন এ ফোনটিও ৪/৬৪ জিবি ভ্যারিয়েন্টটি মাত্র ১২,৯৯০ টাকায় এবং ৪/১২৮ জিবি ভ্যারিয়েন্টটি মাত্র ১৪,৪৯০ টাকায় সবার মন জয় করে নেবে। অতি শিগগিরই দুটি ভ্যারিয়েন্টই দেশব্যাপী পাওয়া যাবে। কেনার জন্য বিস্তারিত জানতে ক্লিক করতে পারেন- https://www.dolphin.com.bd/ এ।



Source: https://www.kalerkantho.com/online/info-tech/2020/11/10/974347