Author Topic: ffmpeg to split your video  (Read 2856 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
ffmpeg to split your video
« on: January 14, 2012, 08:04:50 AM »
মনে করুন আপনার হোম ফোল্ডারের Videos নামে ফোল্ডারে blue.flv নামে ৫ মিনিটের ভিডিও আছে। আপনি চাচ্ছেন
এটার 00:03:25 থেকে 00:04:35 এই সময়টুকু অর্থাত ১:১০ সেকেন্ড রাখতে চাচ্ছেন। এই কাজটি ffmpeg টুলের মাধ্যমে কমান্ডলাইনে খুব সহজে করা যায়।

Synaptic খুলে ffmpeg ইন্সটল করে নিন। সাথে দরকারি কোডেকসমূহ। এরপর টার্মিনাল খুলে cd কমান্ডের মাধ্যমে Videos ফোল্ডারে যান।উপরের ক্ষেত্রে কমান্ডটা হবে এরকম।


এন্টার চাপলেই Videos ফোল্ডারে প্রবেশ করবে। এখানে আমার ক্ষেত্রে jahidul , আপনার ক্ষেত্রে আপনার নাম হতে পারে কিংবা আপনি যে নামে হোম ফোল্ডার বানিয়েছেন। নটিলাসে crtl+l চাপলে লোকেশন বারে /home/jahidul/Videos এভাবে দেখাবে।
এরপর টার্মিনালে লিখুনঃ


এখানে blue.flv হচ্ছে আপনার ইনপুট ফাইল।
-ss হচ্ছে আপনি যেখান থেকে শুরু করতে চান।
-t হচ্ছে যতটুকু সময় আপনি ভিডিও রাখতে চান।
blue1.flv হচ্ছে আপনার split করা ফাইলের আউটপুট।

ইচ্ছা করলে এভাবে একসাথে অনেকগুলো split করতে পারেন। সেক্ষেত্রে যা করতে হবেঃ

Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection