Author Topic: Mac looks like your Windows  (Read 2887 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
Mac looks like your Windows
« on: January 14, 2012, 08:37:02 AM »
পৃথিবীর বেশীর ভাগ মানুষই উইন্ডোজ ইউজ করে। এমনকি অনেকে এটাও জানে না যে উইন্ডোজ ছাড়াও পৃথিবীতে আর কোন ও এস আছে! তবে অনেক প্রফেশনালদের মতেই পৃথিবীর বেস্ট ও এস ম্যাক ও এস এক্স!

এই ম্যাক ও এস এক্স এর একটি অন্যতম বৈশিষ্ট্য হল এর ফন্ট টেকনোলজি! ম্যাকের এই উন্নতমানের প্রযুক্তির কারণে ম্যাকের ফন্টগুলো দেখতে হয় একেবারে জীবন্ত! দেখলেই বার বার দেখতে ইচ্ছা করে।

কিন্তু উইন্ডোজের ফন্টে এরকম কিছু নেই! ফলে আগের মত ম্যাড়মেড়ে ভাব রয়েই যায়! আজকে কি মনে করে খুঁজতে বসলাম এমনই এক সফ্টওয়্যারের যা কিনা উইন্ডোজের ফন্টকে ম্যাকের মত রূপ দেবে!
কি ভাগ্য! পেয়েও গেলাম… বেশী খোঁজাও লাগে নি!

উইন্ডোজের ফন্টকে ম্যাকের মত রূপ দেবে যে সফ্টওয়্যারটি এর নাম “GDI”
মাত্র ৪০০ কিলোবাইটের এই সফ্টটি মূহুর্তেই আপনার ফন্টগুলিকে দেবে ম্যাকের মত রূপ!
তো আর দেরী কেন!
এক্ষনি ডাউনলোড করুন এখান থেকে।

ইন্সটল পদ্ধতি
ইন্সটল পদ্ধতি একেবারেই সহজ! ডাউনকৃত কম্প্রেস ফাইলটি আনকম্প্রেস করুন।
এর মধ্যে GDITray.exe নামে একটা পোগ্রাম পাবেন। জাস্ট ওটা রান করুন। দেখবেন যে সিস্টেম ট্রে তে একটি নতুন আইকন এসে গেছে “G” নামে। ঐখান থেকেই এনাবল/ডিজাবল সহ নানারকম অপশন পাবেন।

আশা করি সফ্টওয়্যারটি আপনার কাজে দেবে।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection