Author Topic: Pop - up to a free and slow speed (128 kbps) to see live cricket  (Read 4836 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
লাইভ ক্রিকেটের অনেকগুলো ওয়েবসাইট আছে, তবে বেশীরভাগই সমস্যাযুক্ত, ভাল ২/১টা সাইট আবার এ্যাডে ভরপুর । এক ক্লিক মারলে একসাথে ৪টা পেজ ওপেন হয় । আমি অবশ্য হঠাৎ করেই কাল একটা সাইট আবিস্কার করলাম যেখানে কোন পপ আপ এ্যাডের দেখা পেলাম না, আমার ১২৮ kbps এর Banglalion wimax এ কোন রকম সমস্যা ব্যতিত ঘন্টা দুয়েক Aus vs Ind-র টেস্ট দেখলাম (ইন্ডিয়া মনে হয় সাদা বিড়াল হয়েই দেশে ফিরবে; মান সম্মান আর থাকলো না।) । ১২৮ kbps এর ইন্টারনেট আছে তারাও সরাসরি খেলা দেখতে পারবেন । কোথাও আটকাবে বলে মনে হয় না, তবে সময়ভেদে যেহেতু Wimax এর স্পীড up-down করে সে ক্ষেত্রে কোন সময় আটকে গেলে আবার আমায় দোষ দিয়েন না । আর একটা বৈশিষ্ট্য যেটা, তা হচ্ছে খেলাভেদে চ্যানেল স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে যায় । Star Cricket, Ten Cricket, Super Sports অর্থাৎ আপনার কোন খেলা মিস হবে না । তবে একসাথে একাধিক খেলা থাকলে ওরা ব্যাকআপ লিংক দেয় যেখানে আপনি অন্য খেলাটা দেখতে পাবেন ।

সাইটটার ঠিকানা হচ্ছে –  Watch Ad Free Live Cricket Here

    *** একটা কথা বলে রাখি, আপনার পছন্দ হলে খেলা দেখবেন না হলে না দেখবেন । টিউনের কথা একান্তই আমার ব্যক্তিগত মতামত, আমি ওয়েব সাইট রিলেটেড কেউ না । একজন ভিজিটর হিসেবে ভাল লেগেছে তাই এখানে বললাম । কারও হয়তো উপকার হতে পারে আবার কেউ লেখা পড়ে রাগ করতে পারেন । আমার একটাই অনুরোধ, কমেন্টে দয়া করে কেউ আক্রমণ করবেন না, গঠনমূলক সাজেশন দেন; আমার কোন আপত্তি নাই । এখানে অনেকে আছে যারা বছরের পর বছর ইন্টারনেটে বসে কাজ করে তাদের জন্য হয়তো এসব ফালতু মনে হতে পারে কিন্তু যারা ইন্টারনেটে নতুন তাদের কাজে লাগতে পারে ।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection