Create your Own Website > Website development

The new web design for 5 phatosapa tips!

<< < (2/2)

bbasujon:
৫. Animated Graphic ফাইলগুলো .GIF মুডে সেভ করাঃ

বলা চলে .gif ফাইল ফরমটে বর্তমানে .png এর প্রতিপক্ষ। ওয়েবে ফ্লাশ এনিমেশনের ব্যবহার কমার এই একটা কারনও হতে পারে .gif এর আধিপত্ব। ফটোশপ দিয়ে আপনার তৈরীকৃত যেকোন এনিমেশনকে ওয়েবে প্রদশ্ন করাতে .jpg/.png এর পরিবর্তে .gif ব্যবহার করাটা বাঞ্চনীয়। .gif এর জন্য একটি ব্যাপার আর তা হল, আপনি একবার আপনার এনিমেটেড এর জন্য তৈরী করা গ্রাফিক্সকে .gif মুডে সেভ করলে তা আর সম্পাদন করতে পারবেন না। তাই মুল ফাইলটিকে আলাদাভাবে .psd তে সেভ করে নিতে ভুলবেন না।

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version