বহু প্রতিক্ষিত এপলের আইপ্যাড ২ রিলিজ পেল। এপলের দুনিয়া কাপানো আই ফোন আর আইপ্যাডের রাজ্যে এই সংস্করন ব্যাপক আলোরণ সৃষ্টি করছে। সানফ্রানিসকোর সম্মেলনে প্রকাশ করা হরো আইপ্যাড ২। ২০১০ সালটি কিভাবে আইপ্যাড ব্যবহৃত হয়েছে এবং এই সুদুরপ্রসারী পরিকল্পনা নিয়ে স্টিভস জবসের একটি ভিডিওও প্রকাশিত হয়।
আমরা জেনে নেই বেসিক কি কি ফিচার নিয়ে আসছে এই এপলের এই মজার পন্যটি।
১. এপলের নতুন প্রসেসের দিয়ে চলবে তাদের এই পন্য। A5 dual-core চিপ দিয়ে ডিজাইন করা হয়েছে তাদের এ ডিভাইজ। আগের প্যাডের চেয়ে এটি দ্বিগুন গতিতে কাজ করতে পারবে। নয় গুন দ্রুত হবে এর গ্রাফিকস ।
২. আইপ্যাড ২ আইপ্যাড ১ এর চেয়ে ৩৩% পাতলা। ১.৩ পাউন্ডের আইপ্যাডটি খুব সহজেই বহনযোগ্য
ipad-2
৩. আই প্যাডের ৩জি সবার মাঝে আরো মাদকতা সৃষ্টি করতে সক্ষম হবে বলে চিৎকার করছে এপলপ্রেমীরা
৪. সামনে ও পেছনের দুইটি ক্যামেরা আর সেই সাথে ম্যাকের ফানি ছবি তোলার এপ্লিকেশন মজার অভিজ্ঞতা এনে দিবে। ভিডিও চ্যাটিং
৫. HDMI কম্পাটিবল হওয়ায় টিভি বা বড় পর্দায় সহজে লাগিয়েই কাজ করতে পারবেন। যাদের একটু বড় পর্দা ছাড়া ভাল লাগে না তাদের জন্য এটি বাসায় দুই ধরনের স্বাদই এনে দিবে। আর আধুনিক স্কুল বা সেমিনারের জন্য সহজেই বড় পর্দায় প্রশিক্ষনের সুবিধা এনে দিবে আইপ্যাড ২
ipad-4
৬. আটঘন্টা একটানা কাজ করা যাবে, স্ক্রিনের কভারটিও মজার… আরও অনেক অনেক সুবিধা নিয়ে এসে গেলে এপলের নতুন একটি পন্য।
৭. দামটাও খুব বেশি কিনা সেটা আমি বলতে পারবো না। আপনারাই বলুন।