Author Topic: বায়ুদূষণ গর্ভস্থ শিশুর বৃদ্ধি ব্যাহত করে  (Read 4932 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
দূষিত পরিবেশ গর্ভস্থ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে। আমেরিকার একদল গবেষক প্রায় সাড়ে তিন লাখ গর্ভস্থ ও সদ্যোজাত শিশুকে পর্যবেক্ষণ করে জানিয়েছেন, বায়ুদূষণ ভ্রূণের বেড়ে ওঠার স্বাভাবিক গতি কমিয়ে দেয়। ওই সব শিশুর মায়েদের গর্ভকালীন সময় তাঁদের বাড়ির ছয় মাইলের মধ্যে বায়ুদূষণের পরিমাপ করা হয়। যেখানে প্রচুর যানবাহন চলাচল করে, এসব সড়কের কাছে যেসব গর্ভবতী নারীর বাস, তাঁদের সন্তানের ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ার আশঙ্কা বেশি। গর্ভকালের প্রথম ও শেষ তিন মাসে বায়ুদূষণের পরিমাণই শিশুর বৃদ্ধিকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। জার্নাল অব এপিডেমিওলজি অ্যান্ড কমিউনিটি হেলথ-এ এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষকদলের প্রধান নিউজার্সির ইউনিভার্সিটি অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রির চিকিৎসক ডেভিড রিচ বলেন, প্রথমবার গর্ভধারণের তুলনায় দ্বিতীয় বা তৃতীয় গর্ভধারণে এই বায়ুদূষণের প্রভাব দুই থেকে পাঁচ গুণ বেশি। গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণ মায়ের দেহ থেকে গর্ভস্থ ভ্রূণের অক্সিজেন ও পুষ্টি গ্রহণের পরিমাণ কমিয়ে দেয় অথবা কোষের কাজের পরিবর্তন ঘটায়।

হেলথ ডে নিউজ অবলম্বনে
মুনতাসির মারুফ
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ১৭, ২০০৯
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection