Author Topic: Find out disc error-ডিস্ক এরর খুঁজে বের করুন  (Read 1885 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
ডিস্ক ক্লিনআপ ও ডিফ্রাগমেন্ট ছাড়াও ডিস্কের এরর বের করে সেগুলো ফিক্স করাও জরুরি পিসির গতি বাড়ানোর জন্য ও পিসি ঠিক রাখার জন্য। পিসি ব্যবহারের মাধ্যমে ডিস্কের মাঝে অনেক ব্যাড সেক্টর তৈরি হয়। ব্যাড সেক্টরগুলোর কারণে পিসি অনেক ধীরগতির হয়ে যায় ও ঠিকমত কাজ করতে পারে না। ব্যাড সেক্টরগুলো ঠিক করার জন্য উইন্ডোজে আছে উইন্ডোজ এরর চেকিং ইউটিলিটি। এটি দিয়ে ব্যাড সেক্টরগুলো ঠিক করতে পারবেন। যদি আপনি প্রতিদিন পিসি ব্যবহার করেন তাহলে সপ্তাহে কমপক্ষে একবার উইন্ডোজ এররর চেকিং ইউটিলিটি ব্যবহার করা উচিত। উইন্ডোজ এররর চেকিং ইউটিলিটি চালু করার জন্য ড্রাইভের ওপর মাউসের ডান পাসের বাটনে প্রেস করে Properties-এ ক্লিক করুন। তারপর Tools ট্যাবে প্রবেশ করে Check Now-এ ক্লিক করুন। এখানে দেখেন Automatically Fix file system error। যদি মনে করেন, আপনার ব্যাড সেক্টর থাকতে পারে কেবল তাহলেই অপশন টি টিক দিবেন।
যদি কোনো ব্যাড সেক্টর পায় তবে সফটওয়্যারটি জানিয়ে দিয়ে যদি Automatically Fix file system error-এ টিক না দেয়া থাকে। আর মনে রাখবেন, এই প্রসেস করার আগে পিসির সব কাজ বন্ধ করে নিবেন। না হলে ঠিকমত কাজ করতে পারে না।

উইন্ডোজ ৭-এ আপগ্রেড করুন
পিসিতে যদি উইন্ডোজ ৭-এর নিচের ভারসন ইন্সটল করা থাকে তাহলে বেটার পারফরমেন্স পাওয়ার জন্য উইন্ডোজ ৭-এ পিসিকে উপগ্রেড করা ভালো।
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection