News:

Dolphin Computers Ltd., is a leading IT product and service provider company in Bangladesh.

Main Menu

HTML5 course web page and note sheets

Started by bbasujon, January 11, 2012, 07:14:39 AM

Previous topic - Next topic

bbasujon

HTML5 শিখার ওয়েব পাতা ও চিট শীট

HTML5 এর উপরে ওয়েব জগতের অনেক কিছুই এক সময় নির্ভর করবে। এখন থেকেই সেই পথে এগিয়ে যাওয়া দরকার। প্রাথমিক পর্যায়ের বেশ কিছু বিষয় অবশ্য আমি আলোচনা করেছি। এখন এইচটিএমএল৫ এর উপরে বিভিন্ন সাইটের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম। আশা করি ওয়েব প্রোগ্রামিং এর সাথে জরিতদের বেশ কাজে লাগবে।
HTML5 শিখার ওয়েব পাতা ও চিট শীট
বাংলা ওয়েব রিসোর্স

ইংরেজী ওয়েব রিসোর্স

    Yes, You Can Use HTML 5 Today! – HTML 5 এর প্রাথমিক ধারনা। একটি সাধারন লে-আউটের ডিজাইন তৈরী করা ও কোডিং পদ্ধতি
    উইকিপেডিয়াতে: HTML 5 – উইকিপেডিয়াতে HTML 5 সম্পর্কিত তথ্য
    HTML 5 চিট শিট – সুন্দর একটি চিট শিটের মাধ্যমে নতুন ট্যাগ গুলোর বিবরন দেওয়া আছে। এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন।
    HTML 5 Demos – একটা ডেমো যার মাধ্যমে বুঝতে পারবেন কিভাবে এইচটিএমএল৫ কাজ করে।
    HTML 5 ওয়েব গ্যালারী – এখানে রয়েছে ওয়েবসাইটের লিংক ও তাদের ডিজাইনের স্ক্রিনসট।
    HTML 5 ফরম ডিজাইন –  HTML 5 এ ফরমের ডিজাইনের ডেমো দেখুন।
    HTML 5 ডাক্তার – শুধু মাত্র HTML 5 এর উপরে চমৎকার একটা ওয়েবসাইট। এক বছরের বেশি সময় ধরে এটিতে ব্যাপক আলোচনা হচ্ছে HTML 5 এর বিভিন্ন বিষয়ে।
    HTM 5-এ হেডারের ব্যবহার
    ভিডিও – ভিডিও এমবেড করার সহজ পদ্ধতি।
    একটি ব্লগ ডিজাইন –  ব্লগ ডিজাইনের উপরে সুন্দর একটি টিউটোরিয়াল।
    ইন্টারেনেট একপ্লোরার ও ফায়ারফক্স-২ এ কিভাবে কাজ করানো যায় HTML5
    HTML 5 – এর উপরে ব্যাপক ভিত্তিক আলোচনা। বিশেষ করে কোডিং এর টেকনিক্যাল বিষয়গুলো এখানে পাবেন।
    Semantics in HTML 5 – কোড লেখার পদ্ধতির উপরে আলোচনা।
    সাপোর্ট লিষ্ট – কোন কোন অংশ কোন কোন ব্রাউজারে কাজ করে এবং করে না তার একটি তালিকা
    ড্রাগ ডপ কিভাবে কাজ করে কোডিং সহ আলোচনা।

more detlies/

[url=
http://www.whatwg.org/specs/web-apps/current-work] more detlies 2/

more detlies 3

Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection