Author Topic: দুশ্চিন্তায় বাড়ে পুরুষদের ডায়াবেটিসের ঝু  (Read 1515 times)

bbasujon

  • Administrator
  • VIP Member
  • *****
  • Posts: 1827
  • I want to show my performance at any where
    • View Profile
    • Higher Education
দুশ্চিন্তা, অবসাদ, বিষণ্নতা ও নির্ঘুম রাত—টাইপ-২ ডায়াবেটিস ঘটাতে এগুলোই যথেষ্ট বলেছেন লন্ডনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকেরা। সম্প্রতি তিন হাজার ৫৩২ জন প্রাপ্তবয়স্ক পুরুষের ওপর জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছেন তাঁরা। গবেষণা দলের প্রধান অ্যানডার্স অ্যাকবম বলেন, নানা রকম দুশ্চিন্তা ও মানসিক অবসাদের মিশ্র প্রতিক্রিয়ায় পুরুষের বিশেষ হরমোনাল বিক্রিয়া মেয়েদের তুলনায় বেশি ঘটে। ফলে খাওয়াদাওয়াসহ শারীরবৃত্তীয় অন্যান্য কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ে। অন্যদিকে পুরুষদের একটা বড় অংশ তাদের দুশ্চিন্তা ও বিষণ্নতা চেপে রাখতে চায় বলে হূদ্যন্ত্রের ওপর বাড়তি চাপ পড়ে। মূলত এই চেপে রাখার প্রবণতাই ডায়াবেটিসে প্রভাবকের কাজ করে। একই গবেষণা তিন হাজার ৩১২ জন নারীর ওপরও করা হয়েছে। তবে তাদের ক্ষেত্রে ডায়াবেটিসের সঙ্গে জেন্ডারের প্রত্যক্ষ সম্পর্ক পাওয়া যায়নি।

বিবিসি হেলথ অনলাইন অবলম্বনে
কাজী ফাহিম আহমেদ
সূত্র: প্রথম আলো, সেপ্টেম্বর ১৬, ২০০৯
Acquire the knowledge and share the knowledge so that knowing,learning then sharing - all are the collection