পরামর্শ দিয়েছেন
ডা· রওশন আরা খানম
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, বেগম খালেদা জিয়া মেডিকেল
কলেজ ও সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা
সমস্যাঃ আমার বয়স ২১ বছর। ওজন ৫০ কেজি। নয় মাস আগে আমার বিয়ে হয়েছে। পাঁচ মাস আগে আমি গর্ভধারণ করি। এখনই সন্তান চাইনি, তাই একটি ট্যাবলেট খাই। এভাবে পর পর তিনবার খাই। ওষুধ খাওয়ার পর মাসিক হয়। তবে খুব কম। গত মাসে মাসিক বন্ধ ছিল। এ মাসেও তারিখ পার হয়েছে কিন্তু এখনো মাসিক হচ্ছে না। এমন হলে ভবিষ্যতে সন্তান নিতে কোনো সমস্যা হবে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
পরামর্শঃ বারবার গর্ভপাত ঘটানো কোনোক্রমেই উচিত নয়। এতে ভবিষ্যতে সন্তান ধারণ করতে সমস্যা হতে পারে। আপনারা যদি এখনই সন্তান না চান, তাহলে ভালো কোনো নিরোধক ব্যবস্থা নিতে পারেন। আপনি জ্ননিয়ন্ত্রণ বড়ি খেতে পারেন অথবা আপনার স্বামী নিরোধক ব্যবহার করতে পারেন।
যে ট্যাবলেটটি আপনি খেয়েছেন তা ভ্রূণ নষ্ট করার কোনো বড়ি নয়। সম্ভবত আপনি গর্ভবতী ছিলেন না, তাই এ বড়ি খাওয়ার পর মাসিক হয়েছে। নিজের ইচ্ছামতো হরমোন ট্যাবলেট খাবেন না। স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করে চিকিৎসা নিন।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, এপ্রিল ১৬, ২০০৮